এমআর কামাল, নারায়ণগঞ্জ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৭:১১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৭:২১ পিএম
নারায়ণগঞ্জ জেলার দুটি মহাসড়ক ও আশপাশ এলাকায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ ও আড়াইহাজার আর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর, সোনারগাঁ এলাকায় বেশি ঘটছে। এসব এলাকায় কয়েকটি প্রতারক চক্র তৎপর রয়েছে। কখনও ডিবি পুলিশ, কখনও র্যাব আবার কখনও অন্য কোনো সংস্থার পরিচয়ে চক্রটি দিনে-দুপুরে ছিনতাই ও ডাকাতি করে বেড়াচ্ছে। দুয়েকটি বড় ধরনের ঘটনার থানায় অভিযোগ এলেও বাকি ঘটনার হদিস মেলে না। প্রতারিত মানুষজন ঝামেলা বাড়াতে চায় না।
গত ৪ নভেম্বর আড়াইহাজারের উচিৎপুরা-জাঙালিয়া সড়কের শিবপুর ব্রিজ এলাকায় ডিবি পরিচয়ে প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির ১৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। বিল্লাল হোসেন একটি এজেন্ট ব্যাংকের পরিচালক। তার বাড়ি উপজেলা মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে। আড়াইহাজার ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে এলাকায় যাচ্ছিলেন তিনি।
বিল্লাল হোসেন জানান, তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা শিবপুর ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি সাদা প্রাইভেটকার গতিরোধ করে ৪-৫ জন ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। পরে রূপগঞ্জের গাউছিয়া গিয়ে টাকা ছিনিয়ে নিয়ে নামিয়ে দেয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি টাকা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গত ২৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় রবিউল ইসলাম নামের ইতালিপ্রবাসীর গাড়িতে ডাকাতি হয়। ওই দিন ভোরে মুখোশধারী ১০-১৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রসহ সড়কে ট্রাক দিয়ে গতিরোধ করে ওই প্রবাসীর গ্রিনকার্ড, ডলার, ইউরো, ৮টি মোবাইল সেট, নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। রবিউল ইসলাম নোয়াখালীর সেনবাগের বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে। এর আগে গত ১৬ আগস্ট রাতে একই স্থানে মালয়েশিয়াপ্রবাসী মামুন মিয়ার গাড়িতে ডাকাতি হয়।
রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ডাকাতির ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় থানায় যাই। ডিউটি অফিসার এসআই আল ইসলামের মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন।’
তাকে ফোন দেওয়া হলে তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে পরে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে এসআই আল ইসলাম বলেন, ‘মহাসড়কে রাতে টহলে ছিলাম। ডাকাতরা ২-৩ মিনিটে ডাকাতি করে চলে যায়। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’
গত ২১ সেপ্টেম্বর সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসের দুজনের কাছ থেকে ২৭ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় জুয়েল ইসলাম নামে একজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের বাসিন্দা। উপজেলার বাতাকান্দি বাজারে হাজী কসমেটিকস অ্যান্ড জুয়েলারি নামে তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন তিনি রাজধানীর যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী পরিবহন সুরমা সুপারে করে বাড়ি ফিরছিলেন। কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে চাঁদমহল সিনেমা হলের সামনে এলে সাদা রঙের একটি মাইক্রোবাস গাড়িটির গতিরোধ করে ডিবি পরিচয়ে পাঁচজন জুয়েল ইসলাম ও তার সঙ্গী নাছিরের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে হাতকড়া পরিয়ে নামিয়ে নিয়ে যায়। তাদের কাছে থাকা ২৭ লাখ ৬০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের দুজনকে হাত-পা, চোখ বাঁধা অবস্থায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দরিকান্দি এলাকায় ফেলে রেখে যায়।
সংঘবদ্ধ এই চক্রের জয়নাল নামে এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ২৫ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। সে চাঁদপুর সদর উপজেলার গোবিন্দপুরের নুরুল ইসলামের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে জয়নাল এলোমেলো তথ্য দিতে থাকেন। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় জয়নাল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রতারক চক্রটি নিখুঁতভাবে পুলিশের অভিনয় করে অপকর্ম করে বেড়াচ্ছে। পুলিশের ইমেজ ক্ষুণ্ন করছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
সংশ্লিষ্ট এলাকাবাসী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের দেখলে মনে হয় যেন আসল পুলিশ! পোশাক-আশাকে চলনে-বলনে কোনো খুঁত নেই। কোমরে পিস্তল-হাতকড়া, হাতে ওয়্যারলেস, এমনকি চুলের কাটিংও। যত্রতত্র যাকে তাকে টার্গেট করে লুটে নিচ্ছে সর্বস্ব। ওয়ারেন্ট আছে বলে হাতকড়া লাগিয়ে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। প্রকাশ্যে এসব ঘটলেও সাধারণ মানুষ বিন্দুমাত্রও টের পায় না।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘প্রতারক চক্র, ছিনতাইকারী ও ডাকাতদের দ্রুত গ্রেপ্তারের জন্য থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে। পুলিশ তৎপর রয়েছে।’