বগুড়া অফিস
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম
প্রতীকী ছবি
বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাত পৌণে ৯টার দিকে কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বিষয়টি নিশ্চত করেছেন।
নিহত ব্যক্তির নাম মেহেদী হাসান। তিনি শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রির কাজ করতেন।
নিহতের চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, ‘আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সঙ্গে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি এস এম মঈনুদ্দীন বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছেন।