প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২৩:০৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২৩:২৬ পিএম
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। গত শুক্রবার ভোর থেকে শনিবার (২৩ নভেম্বর) বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিবেদকদের পাঠানো খবর...
বরিশাল : পৃথক সড়ক দুর্ঘটনায় বরিশালে দুজন নিহত হয়েছে। শনিবার গৌরনদী উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে ও উজিরপুর উপজেলার মুন্ডপাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী শ্রাবণী পরিবহন নামের একটি বাস কটকস্থলে শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দোকান ভেঙে ডোবায় পড়ে যায়। এতে ভ্যানের চালক জাহিদ বিশ্বাসসহ ৬ যাত্রী ও বাসের এক শিশু আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ভ্যানযাত্রী সাইদুল হাওলাদারকে মৃত বলে ঘোষণা করেন। সে উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।
অপরদিকে উজিরপুরের উপজেলার মুন্ডপাশা এলাকায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক রুপম হাওলাদার নিহত হন। তিনি ওই এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। উজিরপুর থানার ওসি আব্দুস সালাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া গতির এক সিএনজিতে মাথায় আঘাত পেয়ে গৃহবধূ রুবি বেগম মারা গেছেন। শনিবার বিকালে ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবি ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুর উপজেলার দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে রুবি বেগম ভুলতা থেকে সিএনজি করে বিশনন্দী যাচ্ছিলেন। চালক হেলাল উদ্দিন শুরুতে বেপরোয়া গতিতে চালালে ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ী এলাকায় সিএনজির রডে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জখম হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা সিএনজিচালক হেলালউদ্দিনকে আটক করে যান চলাচল বন্ধ করে দেয়। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। স্থানীয় লোকজন সিএনজিচালক হেলালউদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মাদারীপুর : মাদারীপুরের শিবচরের চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি জানান, শুক্রবার রাতে ইসমাইল হোসেন জমাদ্দার ও মনির হোসেন নিজ বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শৌলা ভগিরতপুর গ্রাম থেকে মোটরসাইকেল করে ঢাকা যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলটি পাচ্চর সাইনবোর্ড এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইসমাইল হোসেন জমাদ্দার ও মনির হোসেন গুরুতর আহত হন।
শিবচর হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। ইসমাইল হোসেন জমাদ্দার ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসায় জড়িত ছিলেন। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির (বর্তমান চিত্রনায়িকা) সঙ্গে তার বিয়ে হয়। পরে তাদের বিচ্ছেদ ঘটে।