শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২২:৫৩ পিএম
গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের স্থানীয় চায়না কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্ররা হলেনÑ মোস্তাকিম রহমান মাহিন (২২), মোজাম্মেল হোসেন (২৩) ও জুবায়ের রহমান সাকিব (২৩)। এর মধ্যে মোস্তাকিম রহমান মাহিন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মোজাম্মেল হোসেন ও জুবায়ের রহমান সাকিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত ছয়জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তারা প্রত্যেকেই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আহত বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আফসার উদ্দিন জানান, গাজীপুরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ৪৬০ শিক্ষার্থী ওই এলাকার ‘মাটির মায়া’ রিসোর্টে ছয়টি বিআরটিসি দোতলা বাস এবং তিনটি মাইক্রোবাস নিয়ে পিকনিকে আসেন। তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে পৌঁছামাত্র সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের লাইনে একটি বাস বিদ্যুতায়িত হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে এক ছাত্রের মৃত্যু হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারও হাত, কারও পা, কারও মুখ ঝলসে যায়।
অপর প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ, রুবলে মিয়া ও জাকির হোসন বলেন, পাঁচটি বাস রিসোর্টে চলে যায়। সব শেষের বাসটি সড়কের পাশের ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুতায়িত হয়। এ সময় বাস থেকে ধোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করেন। আমরা তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই। এ সময় তিন ছাত্র বাস থেকে নেমে বের হওয়ার চেষ্টা করলে তাদের একজনের মৃত্যু হয়। অপর দুজনকে শুকনো বাঁশ দিয়ে উদ্ধারের চেষ্টা করি। পরে বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ বন্ধ করতে বললে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়।
এ ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের তদন্ত কমিটিতে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তারকে প্রধান করে চার সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেনÑ শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান এবং অপর আরেকজনের নাম জানা যায়নি।
অপরদিকে আইইউটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি এবং ইলেকট্রিক বিভাগের প্রধান রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। বাকি চারজনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রারসহ আরও দুজন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসি রাকিবুল ইসলাম বলেন, বছরের পর বছর দ্বিতল বাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিকনিক করে থাকি। এর আগে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যবশত এবারই প্রথম ঘটল। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেবে।
উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। শিক্ষকরা তিনটি মাইক্রোবাসে এবং শিক্ষার্থীরা পাঁচটি দ্বিতল বাসে যাচ্ছিলেন। বহরটিতে পেছনের বাসটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘লাইনটি ১১ হাজার ভোল্টেজের ছিল। সড়কের ওপর দিয়ে বিদ্যুতের লাইন ক্রস করা অবস্থায় রয়েছে। একটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে তিন ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।’
এদিকে, গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় রংপুরের মোস্তাকিম রহমান মাহিনের বাসায় চলছে শোকের মাতম। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার চেয়েছেন মাহিনের স্বজনসহ এলাকাবাসী। শনিবার সকালে মাহিনের মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা।