নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২২:১৯ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২২:২৪ পিএম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দেব না।
শনিবার (২৩ নভেম্বর) বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনে বিভাগের শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস বলেন, যারা খুনের সঙ্গে জড়িত, তারা কিংবা তাদের অন্য কেউ যেন এই বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে। যদি পারে, আমি আপনাদের বলে যাই এই শহীদ পরিবার কিংবা আমার রক্তাক্ত আহত যোদ্ধাদের রক্তের সাথে শুধু বেইমানি নয়, বরং আমাদের শহীদ পরিবার কিংবা রক্তাক্ত যোদ্ধা রয়েছেন, তাদের আবার নতুন করে এসে মারার পরিকল্পনা করবে ওই খুনিরা।
শহীদ ও আহতদের পাশে আজীবন থাকার কথা জানিয়ে সারজিস বলেন, শহীদ পরিবার, আহত পরিবারের পাশে যেতে আমাদের গুছিয়ে নিতে সময় লাগছে। আমাদের সীমাবদ্ধতা স্বীকার করে নিতে কোনো সমস্যা নেই।
বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আর্থিক সহায়তা বিতরণের অনুষ্ঠান সঞ্চালনা করেন শহীদ মুগ্ধর ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল ইসলাম, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈকত আরিফ।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ৫ লাখ টাকা করে চেক দেওয়া হয়েছে।