× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার জেলায় তিন মরদেহ উদ্ধার ও লাঠির আঘাতে মৃত্যু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২২:০১ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২২:২৩ পিএম

চার জেলায় তিন মরদেহ উদ্ধার ও লাঠির আঘাতে মৃত্যু

দেশের তিন জেলায় তিনজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ছাড়া একটি হত্যার ঘটনা ঘটেছে। আমাদের প্রতিবেদকদের পাঠানো খবরÑ 

ভোলা : ভোলার চরফ্যাশনে নিখোঁজের তিন দিন পর পুকুরে ভেসে উঠেছে শিশু আব্দুর রহমান নামে চার বছরের শিশুর মরদেহ। শনিবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার নুরাবাদ ইউনিয়নের চকবাজার মোল্লা বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আব্দুর রহমান ওই এলাকার আমির হোসেন মাঝির ছেলে। দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুর চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে নিখোঁজ হয় আব্দুর রহমান। কোথাও তার খোঁজ না পেয়ে গত শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করি। পরে শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ফসলি জমি থেকে কামরুজ্জামান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। কামরুজ্জামান ওই এলাকার মহর আলীর ছেলে। পুলিশ বলছে তার রহস্যজনক মৃত্যু হয়েছে, স্থানীয়দের ধারণা বিদ্যুৎস্পৃষ্টে। 

রায়পুরা থানার উপপরিদর্শক মো. শফিউল্লাহ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহালে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি। রাতের কোনো একসময়ে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর রহস্য নিয়ে কাজ করছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার লোচনপুরা-বোয়ালমারা সবজি মাঠে বৈদ্যুতিক খুঁটির পাশে বৈদ্যুতিক তার কাটার কাজে ব্যবহৃত মেশিন, প্লাসসহ মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা পরিচয় শনাক্ত করে পুলিশি ঝামেলা এড়াতে দ্রুত মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে রুমানা আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই ওসমান মিয়ার মেয়ে এবং নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে রাতের খাবার খেয়ে শয়নকক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেন তারা।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর নামে এক যুবকের লাঠির আঘাতে চাচাতো ভাই আপেল লস্করের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আপেল লস্কর ওই এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে ও সাজেদুল লস্কর মৃত রেজওয়ান লস্করের ছেলে। এ ঘটনায় সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আপেল লস্কর মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ায় সঙ্গে টাকা ছিল তার। সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা ম্যানেজ করতে তাকে হত্যা করে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারায় মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন। বাড়ির সামনে রাস্তায় আগে থেকে ওত পেতে থাকা সাজেদুল লাঠি দিয়ে আপেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দিলে সাজদুলকে আটক ও লাশ উদ্ধার করে।

দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবির বলেন, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা