স্বাক্ষর জালিয়াতি
টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০৭ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২২:৫৫ পিএম
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলক।
টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে গাড়ি কেনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১৯ নভেম্বর টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে মামলা দায়ের করেন জুথী খাতুন নামে এক নারী।
তবে মামলার বিষয়টি গতকাল শনিবার জানাজানি হয়। মামলায় তারেকুল ইসলাম ঝলকসহ তিনজনকে আসামি করা হয়েছে। অপর দুজন হলেন, মামলার বাদীর শ্বশুর ফটিকুজ্জামান ও আতিকুর রহমান সিদ্দিকী।
মামলা সূত্রে জানা যায়, জুথী খাতুনের শ্বশুর ফটিকুজ্জামান ও তার স্বামী মৃত ফিরোজ সরকারের যৌথ মালিকানায় একটি পুরাতন টাটা গাড়ি আছে। মৃত ফিরোজ সরকারের স্বাক্ষর জাল করে গত ৭ নভেম্বর বিক্রয়ের এফিডেভিট করে। পরে আদালতে মামলা করেন জুথী খাতুন।
বাদী জুথী খাতুন বলেন, আমার স্বামী তিন বছর আগে মারা গেছে। কীভাবে তারা স্বাক্ষর নিয়ে এমন কাজ করল। আমার প্রাপ্য আমাকে না বুঝিয়ে দিয়ে জালিয়াতি করেছে। আমি ন্যায়বিচারের জন্য আদালতে মামলা করেছি।
অভিযুক্ত তারেকুল ইসলাম ঝলক মোবাইল ফোনে বলেন, আমি বৈধভাবে গাড়ি ক্রয় করেছি। ‘এ বিষয়ে মামলা হয়েছে কি না জানি না। স্বাক্ষর জালিয়াতি করার বিষয়েও কিছু জানা নেই’ বলে কল কেটে দেন।