× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রুত নির্বাচনের দাবিতে রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম

দ্রুত নির্বাচনের দাবিতে রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের তত্ত্বাবধানে হাফেজ আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম চৌধুরী, মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সমাবেশে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও পাড়ামহল্লা থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করে। একসময় সেখানে জনসমুদ্রে পরিণত হয়।

কাজী মনিরুজ্জামান মনির বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের ওপর ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমাদের লড়াই চলবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।

রূপগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার জন্য আহ্বান জানাই। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা