নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০৪ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০৮ পিএম
ছবি: সংগৃহীত
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে আইন উদ্দিন (৩৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষক মারা যান।
এর আগে শুক্রবার বিকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের বাড়িতে ঢুকে প্রতিবেশী ও তার লোকজন পিটিয়ে ওই কৃষককে গুরুতর জখম করেন।
নিহত আইন উদ্দিন মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন নিহত আইন উদ্দিনের ছোট ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।
আইন উদ্দিনের ছোট ভাই মাইন উদ্দিন জানান, এক মাস ধরে তাদের প্রতিবেশী রফিকুল ইসলামের সঙ্গে বসত ভিটার জমি নিয়ে বিরোধ চলছে। জমি নিয়ে বিরোধের জেরে রফিকুল দলবল নিয়ে বাড়িতে হামলা চালিয়ে আইন উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছেন। আমাকে ও আমার স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাইরে এনে মারধর করে আহত করেছে। হামলায় আইন উদ্দিন মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম ও তার লোকজন পলাতক থাকায় অভিযোগের বিষয়ে কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর একজনকে আটক করা হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’