পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে চিকিৎসক পদায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফোরামের সমন্বয়ক আহসান হাবীব সরকার, বোদা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, আটোয়ারী উপজেলা প্রতিনিধি আতিক হাসান, তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি রাব্বী ইমন, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পঞ্চগড়ের পাঁচ উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। ১৩৭টি পদের বিপরীতে মাত্র ১৭ জন চিকিৎসক কর্মরত আছেন। তারা চিকিৎসক সেবা দিতে হিমশিম খাচ্ছেন। সামান্য কিছু হলেই রোগীকে রংপুর বা অন্য জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়। যেখানে গিয়ে অনেকেরই চিকিৎসাসেবা নেওয়ার সক্ষমতা নেই। তারা চিকিৎসাসেবার বাইরেই থেকে যাচ্ছেন। এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসক পদায়ন না করা হলে অনশনসহ বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তরা।
পরে আধাঘণ্টা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মানববন্ধনকারীরা। এ সময় চিকিৎসক পদায়নের দাবিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল।