× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০২ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২০:৫২ পিএম

যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১

দুই মাহিন্দ্রাচালকের মধ্যে দ্বন্দ্বের জেরে বরিশালের গৌরনদীতে যুবদল কর্মীদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে যুবদলের দুই কর্মীকে কুপিয়ে ও একজনকে পিটিয়ে আহত করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাতে উপজেলার বাটাজোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় শাওন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত ব্যক্তিরা হলেনÑ বাটাজোর ইউনিয়ন যুবদল কর্মী রনি সরদার ও তার ভাই আমির হোসেন, পৌরসভার কাসেমাবাদ মহল্লার বাসিন্দা মো. শাওন। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ড এলাকায় বাটাজোড় ও পৌরসভার কাসেমাবাদ এলাকার দুই মাহিন্দ্রাচালকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বিরোধ মীমাংসা করে দেন। কাসেমাবাদ এলাকার চালক একজনের সঙ্গে খারাপ আচরণ করলে তাকে থাপ্পড় দেন যুবদল কর্মী রনি। এর জের ধরে যুবদলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

রনি সরদারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পৌর যুবদলের সদস্য হীরা সরদারের নেতৃত্বে ২৫-৩০ জন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় ভাই আমির হোসেন এগিয়ে এলে দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। অভিযোগ অস্বীকার করে হীরা সরদার বলেন, রনির নেতৃত্বে ১০-১২ আমার সমর্থক শাওনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। 

গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় রনি সরদার বাদী হয়ে মামলা করেছেন। শাওন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা