× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষ নিয়ে বললেন ‘কথা কম বলেন কাজ হয়ে যাবে’

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ২০:০০ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম

শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার ঘুষ নেওয়ার এক ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। উপজেলার ডুলাহাজারা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকীর কাছ থেকে তার ঘুষ নেওয়ার ভিডিও এখন ভাইরাল।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিসে এই ঘুষ লেনদেন হয়। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ফাঁস হওয়া ভিডিওতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।’

এ সময় রিংভং মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকী বলেন, ‘স্যার এগুলো রাখেন, এখানে এক আছে।’ এরপর তিনি আবার বলেন, ‘স্যার, তাহলে বাকি কথা মোবাইলে হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ লেনদেনের ভিডিওর বিষয়ে জানতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে শুক্রবার ওই শিক্ষা কর্মকর্তার হোয়াটসঅ্যাপ নাম্বারে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাড়া দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে ঘুষদাতা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরও অনেকে ছিলেন।’

মাধ্যমিক শিক্ষা কর্তাকর্তাকে কী কারণে ঘুষ দিয়েছেন জানতে চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি।

চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ঘুষ গ্রহণকারী এবং ঘুষদাতা উভয়েই সমান অপরাধী।

তিনি আরও বলেন, এ ব্যাপারে যথাযথ প্রমাণ পাওয়া গেলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা