× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্র আন্দোলনে ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অস্ত্রটি ছিল পাকিস্তানি শুটারগান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ২১:৩৪ পিএম

ছাত্র আন্দোলনে ২৮টি গুলি ছোড়েন ফরিদ, অস্ত্রটি ছিল পাকিস্তানি শুটারগান

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করা তৌহিদুল ইসলাম ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলছে, ফরিদ একজন পেশাদার ভাড়াটে সন্ত্রাসী। গত ৪ আগস্ট আন্দোলনে ২৮ রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন তিনি। আর তার ব্যবহৃত অস্ত্রটি ছিল পাকিস্তানি শুটারগান।

শনিবার (২৩ নভেম্বর) নগরের দামপাড়ায় এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন এসব তথ্য জানান।

ফরিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী এবং যুবলীগ কর্মী হিসেবে পরিচিত। শুক্রবার সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের বহদ্দারহাট এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গিয়েছিল তাকে। অস্ত্র হাতে তার এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই অস্ত্রটি পাকিস্তানি শুটারগান বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সম্মেলনে রইছ উদ্দিন বলেন, ‘আন্দোলনের সময় চান্দগাঁওয়ের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার উপর গুলি চালায় ফরিদ। ৫ আগস্টের পর সে সাতক্ষীরায় আত্মগোপন করে। চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার মো. সেকান্দরের ছেলে।’

তিনি আরও বলেন, ‘ছাত্র আন্দোলনে তার ব্যবহৃত অস্ত্রটি একটি পাকিস্তানি শুটারগান। তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। একজন পেশাদার সন্ত্রাসী তৌহিদ টাকার বিনিময়ে ৪ আগস্ট রাতে একাই ২৮ রাউন্ড গুলি ছোঁড়ার কথা স্বীকার করেছে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।’

তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটিই হত্যা মামলা বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা