চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৩ পিএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম
চুয়াডাঙ্গা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবা ফটো
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।’
শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বিএনপির কাঁধে এখন অনেক দ্বায়িত্ব। এ দেশের মানুষের অনেক প্রত্যাশা, আকাঙ্ক্ষা বিএনপিকে নিয়ে। সুতরাং দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী নেতাকর্মীদের আচরণ করতে হবে, তৈরি হতে হবে।’
দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্তবর্তী সরকারকে বুঝতে হবে জনগণ কি চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সব সংস্কার অন্তবর্তী সরকারের দ্বারা সম্ভব নয়। তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। তারপর নির্বাচিত সরকার বাকী সংস্কার করবে।’