কক্সবাজার অফিস
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪ ১০:০১ এএম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৩ এএম
আটক যুবক হোসাইন মোহাম্মদ আবিদ। প্রবা ফটো
কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরাও দিয়েছেন।
শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম মেরী সদর উপজেলার বড়ুয়াপাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। আটক যুবক হোসাইন মোহাম্মদ আবিদ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ শুক্রবার রাতে মাকে কুপিায়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় মা-ছেলে ঘরে ছিলেন। অসুস্থ বাবা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে। হত্যার পর বাইর থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি ইলিয়াস খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়া হয়েছে।