× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ কাউকে হয়রানি করে না : ডিআইজি আলমগীর

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২১:৪৯ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ২১:৫৪ পিএম

পুলিশ কাউকে হয়রানি করে না :  ডিআইজি আলমগীর

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান বলেছেন, পুলিশ কখনো কাউকে হয়রানি করে না। আপনারা যদি প্রকৃত আসামিদের কাউকে মিথ্যাভাবে মামলায় না জড়ান। তাহলে প্রকৃত আসামিরাই তদন্তে জড়াবে। তাই মামলা দেওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য দিন। এতে নিরপরাধ মানুষ হয়রানি হবে না, পাশাপাশি মামলার তদন্তও দ্রুত হবে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরাজগঞ্জের শাহজাদপুরে সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সকল ক্ষেত্রে মানুষ পুলিশের উপর দায় চাপায় । শাহজাদপুর একটি মদের দোকান বন্ধ করার জন্য পুলিশকে বলা হচ্ছে। কিন্ত দেখতে হবে এই মদের লাইসেন্স সরকারের নির্দিষ্ট দপ্তর থেকে দেওয়া হয়েছে কি না। তাই আমাদের সকলের নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে নিজেদের কাজ করলে সমাজের কোন হানী হবে না। 

ডিআইজি আলমগীর আরও বলেন, বাংলাদেশ পুলিশের কার্যক্রম ত্বরান্বিত হয়েছে। এছাড়া যেকোন ঘটনায় সঙ্গে সঙ্গেই তার প্রতিকার করা হচ্ছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলার অগ্রগতি বিষয়ে তিনি বলেন, এটির সুষ্ঠু তদন্ত করে আসামিদের ধরা হবে। 

সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামানের  সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি  ইকবাল মাহামুদ হিরু, সাধারন সম্পাদক আরিফুর জামান আরিফ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সাধারন সম্পাদক  আব্দুল মালেক, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অনিক হোসেন,  বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুমার সাহা সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামের নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা