× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় যুবলীগের ব্যানারে ‘ছাত্রলীগের’ মিছিল, গ্রেপ্তার ৫

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ২০:০৯ পিএম

আশুলিয়ায় যুবলীগের ব্যানারে ‘ছাত্রলীগের’ মিছিল, গ্রেপ্তার ৫

ঢাকার আশুলিয়ায় যুবলীগের ব্যানারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আশুলিয়া থানা থেকে সাত দিনের রিমান্ড আবেদন করে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রোমান রানা, মহসিন, বাবু, মিরাজুল ইসলাম ও সাজিদ। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সোমবার দুপুরে আশুলিয়া-গাজীপুরের সীমান্তবর্তী গোরাট এলাকায় বাগবাড়ি সড়কে একটি ঝটিকা মিছিল করা হয়। পুলিশ বলছে ওই মিছিলটি দুই থেকে তিন মিনিট স্থায়ী হয়। এরপরে মিছিলে অংশগ্রহণকারীরা গাজীপুরসহ বিভিন্ন স্থানে পালিয়ে যান।

মিছিলের সময় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ১০-১৫ জনের একটি দল মিছিলে অংশ নেন। সবার মুখে মাস্ক পরা। ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের ছবিও দেখা যায়। ব্যানারে লেখা বিক্ষোভ মিছিল। আশুলিয়া থানা যুবলীগ মিছিলের আয়োজন করে। মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ স্লোগান দেন বিক্ষোভকারীরা।

ঘটনার পর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানে নামে আশুলিয়া থানা পুলিশ। পরে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে মামলা করেছে পুলিশ।

সাভার সার্কেল শাহিনুর কবির বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার গোরাট এলাকায় ১০ থেকে ১৫ জন একটি ঝটিকা মিছিল বের করেন। মূলত তারা অস্থিতিশীল পরিবেশ, নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য পাঁয়তারা করছিলেন। তখন আমরা তাৎক্ষণিক সংবাদ পাই। পরে ভিডিও দেখে তাদের শনাক্ত করে সারা রাত অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করি। তারা মূলত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তারা অন্য দলের ব্যানার ব্যবহার করে নাশকতা করার চেষ্টা করছিলেন। বাকিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা