রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:০৮ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:০৯ পিএম
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম বলেছেন, প্রফেসর ইউনূসের নামে হওয়া মামলা যদি প্রত্যাহার হতে পারে, তবে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না! এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের নামে হাসিনা সরকারের করা হাজারও মামলা ও নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজনে বাটার মোড়ে সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যেন পুনর্বাসিত না হয় সেদিকে জনগণ খেয়াল রাখছেন। উপদেষ্টারা আড়াইশ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনাদের কাজ স্টেডিয়াম নির্মাণ করা না, আপনাদের কাজ নির্বাচনী রোডম্যাপ গঠন করা। আপনারা সময় চান ভালো কথা, চাল, ডাল, তেল, বিদ্যুত সহ জনগণের ওপর অবৈধ ট্যাক্সের বোঝা কমান।
‘বিএনপির সঙ্গে যেসব দল আন্দোলনে ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে নির্বাচন করা হবে এবং এক সঙ্গে সরকার গঠন করা হবে। তারেক রহমান এটাই বলেছেন’ যোগ করেন আব্দুস সালাম ।
দলের ঐক্যের প্রতি গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে রাজশাহীকে গড়ে তুলতে হবে। এখানে ঈশা, মামুন, মিলন, বুলবল ও মিনু আছে। বড় বলে তার দায়িত্ব বাড়ে। যদি রাজশাহী মহানগরীতে ঐক্য নষ্ট হয় এই কজন নেতা দায়ী থাকবেন।
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।