কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ১৯:০০ পিএম
তরুণদের মাদক থেকে রক্ষায় অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে এই বিষয়ে শিক্ষকদেরও নজর রাখতে হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাকছি সৈয়দবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবন সম্প্রসারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি আরও বলেন, চৌদ্দগ্রাম একটি সীমান্তবর্তী উপজেলা। এখানে মাদকের প্রভাব রয়েছে। মাদক থেকে তরুণদের রক্ষায় অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষের ভূমিকা রাখতে হবে। বাল্য বিয়ের কুফলের বিষয়ে তিনি বলে, একজন সুস্থ মা ছাড়া একজন সুস্থ সন্তান আশা করা যায় না। তাই বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে।
বিদ্যালয়টির উদ্যোক্তা সদস্য প্রকৌশলী সৈয়দ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও ভুলকরা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরে আলম ফারুকীর সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক, চৌদ্দগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন। এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়টির দাতা সদস্য আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠাতা সৈয়দ মকবুল আহামেদ, বিসিআইসির সাবেক ডিজিএম শহীদুল্লাহ ভূঞাঁ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার প্রমুখ বক্তারা।