টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪ ০৯:২৮ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪ ১০:৩৬ এএম
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
মধুপুর থানার কর্মরত ডিউটি অফিসার মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার ফজর নামাজের পর মালাউড়ি এলাকায় বিনিময় বাস ও পিকআপের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।