× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবদল ও যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪ ১৮:৫২ পিএম

কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ যুবদল ও  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ককটেলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এরমধ্যে একজন যুবলীগ নেতা ও আরেকজন যুবদল নেতা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ২টা থেকে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

অস্ত্রের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তলদুটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গানএকটি এয়ারগান১৩৭ রাউন্ড গুলি৯টি ককটেলচারটি ম্যাগজিনচারটি কার্তুজপাঁচটি হাঁসুয়াসহ বেশ কয়েকটি ধারাল ছুরি।

আটকরা হলেন- দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস (২৪), নজরুল করিম বিশ্বাসের ছেলে ও পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস (৩৫) এবং সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫)।


শুক্রবার দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম অভিযান চালায়।অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা