লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪ ১৭:৫৭ পিএম
লক্ষ্মীপুরের সড়ক পারাপারের সময় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার জকসিন বাজারের অদূরে কাচারি পুল এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহনাফ হোসেন সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের প্রবাসী সফিকুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় আহনাফ রাস্তা পার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাসটি জব্দ করেছে পুলিশ। চালক পালিয়ে গেছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় শিশুর জেঠা আফছার বাদী হয়ে মামলা করবেন, প্রস্তুতি চলছে।