মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:২৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:২৭ পিএম
কিশোরগঞ্জের তাড়াইলের অটোরিকশা চালক আল আমিনকে জবাই করে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাত ১টার দিকে তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন মিয়া তাড়াইল উপজেলার পংপাচিহা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এর আগে গত সোমবার (১১ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে আল আমিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গত ১০ নভেম্বর সকালে আল আমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় আল আমিন অটোরিকশা নিয়ে বাসায় ফিরে না আসায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।
সোমবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন পাঁচধা গ্রামে আল আমিনের গলাকাটা লাশ ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রস্তত করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরিবারের ধারণা গত ১০ নভেম্বর রাত সাড়ে ৭টা থেকে ১১ নভেম্বর সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা আসামিরা অটো ছিনতাইয়ের উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে আল আমিনকে জবাই করে হত্যা করে এবং তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই চৌধুরী বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামি শাহিন মিয়াকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।