× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধা

প্রভাবশালীদের দখলে কোটি টাকার সম্পত্তি

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৭:০৯ পিএম

গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনের ১৩ শতাংশ অবৈধ দখল করে রেখেছে একটি মহল। এর মধ্যে কয়েকটি দোকান দলিল লেখকরা নিজেরাই ব্যবহার করছেন। মঙ্গলবার সকালে তোলা। প্রবা ফটো

গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের সামনের ১৩ শতাংশ অবৈধ দখল করে রেখেছে একটি মহল। এর মধ্যে কয়েকটি দোকান দলিল লেখকরা নিজেরাই ব্যবহার করছেন। মঙ্গলবার সকালে তোলা। প্রবা ফটো

গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের মূল্যবান সরকারি সম্পত্তি দখলের উৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী একটি মহল প্রকাশ্যেই এই সম্পত্তির ওপর দোকান নির্মাণ করে তা ভাড়া দিয়েছেন। অনেকে ইচ্ছামতো দোকানঘরও নির্মাণ করেছেন। স্থানীয়দের অভিযোগ এসব দখল বাণিজ্যের নেপথ্যে রয়েছে সাবরেজিস্ট্রি অফিসের কিছু লাইসেন্সবিহীন দলিল লেখক।

গাইবান্ধা সদর সাবরেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, অফিসের মোট জমি ৫৩ শতাংশ। এর মধ্যে ৪ শতাংশ জমি রাস্তা সম্প্রসারণের জন্য অধিগ্রহণ করেছে সরকার। মূল অফিস ভবনটি ৩৬ শতাংশ জায়গার মধ্যে অবস্থিত। বাকি ১৩ শতাংশ জমি অবৈধভাবে দখলদারদের কবলে। দখলকৃত এই জমিতে প্রায় ১২টি দোকান রয়েছে, যার কিছু ব্যবহৃত হচ্ছে দলিল লেখকদের কাজের জন্য এবং বাকি অংশ প্রভাবশালী মহল ভাড়া দিয়ে নিয়মিত আয় করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সাবরেজিস্ট্রি অফিসের সামনের ১৩ শতাংশ জমি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছে। এর মধ্যে কয়েকটি দোকান দলিল লেখকরা নিজেরাই ব্যবহার করছেন। এ ছাড়া সাবরেজিস্ট্রি অফিসের বাদশা মিয়ার রয়েছে দুটি দোকান। রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতি কিংবা দলিল অফিসে তার কোনো সংশ্লিষ্টতা না থাকলেও ঘর করে তিনি ভাড়া দিয়েছেন। যেখানে রয়েছে কম্পিউটার কম্পোজ স্টেশনারি দোকান। আরেক দোকানের মালিক রুবেল মল্লিক। যিনি একসময় এই রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হলেও বর্তমানে নেই। তিনিও জায়গা দখলে নিয়ে দোকানঘর বানিয়েছেন। অভিযোগ রয়েছে এসব দোকান মালিকরা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দীর্ঘদিনের প্রভাবশালী নেতা নূরে হাবীব টিটনের লোক। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রেজিস্ট্রি অফিসে যার উত্থান ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করেছে।

রুবেল মল্লিক নামে লাইসেন্সবিহীন একজন দলিল লেখক জানান, পূর্বে তার লাইসেন্স থাকলেও বর্তমানে নেই। তার দাবি, ‘দোকানটি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই চালাচ্ছি এবং এখানে আরও দুজন দলিল লেখক বসেন।’

আনন্দ কুমার মহন্ত নামে লাইসেন্সপ্রাপ্ত একজন দলিল লেখক বলেন, ‘আমার দোকানটি সেরেস্তার কাজে ব্যবহার করি। তবে অন্যরা যেভাবে এই দোকানগুলো ব্যবহার করে, আমিও সেভাবেই করি।’

অভিযুক্ত বাদশা মিয়া নিজেকে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হিসেবে দাবি করে বলেন, ‘আমার দোকান ঘরটি দলিল লেখকরা সেরেস্তার কাজে ব্যবহার করে থাকেন।’

গাইবান্ধা সদর উপজেলা সাবরেজিস্ট্রার মো. মেহেদী হাসান বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা করার কোনো সুযোগ নেই।‌ আমি প্রাথমিকভাবে পরিদর্শন করে অবৈধ দখলের প্রমাণ পেয়েছি, অধিকতর পর্যালোচনা করছি। শতভাগ দখলের সত্যতা প্রমাণিত হলে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দুজনের নাম আমি জানতে পেরেছি। যেহেতু সরকারি বিষয় তাই এ বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে। তবে এটুকু বলতে পারি দলিল লেখকের সনদবিহীন ব্যক্তিরাই এই দখলের সঙ্গে জড়িত। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা