× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলমডাঙ্গায় এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:১৬ পিএম

আলমডাঙ্গা  উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগানে সবুজ হোসেন নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগানে সবুজ হোসেন নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রবা ফটো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ হোসেন নামের এক যুবককে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার সবুজ হোসেন আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আলীর ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেলের বেচাকেনা করতেন।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

বেলগাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য হারুন মন্ডল জানান, সবুজ গত মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।  তবে ওইদিন রাত ৯টার দিকে মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা হয়। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কি কারণে সবুজ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা তিনি বলতে পারেননি।

ওসি মাসুদুর রহমান জানান, বুধবার সকালে ৮টার দিকে ফরিদপুর-বেলগাছি গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মাঠের মেহগনি বাগানে নিহত সবুজের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।  

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান ল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্ততি চলছে। এ হত্যাকাণ্ডের তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা