ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১৫:১৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৬:২৩ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দুই কন্যাশিশুসহ এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘাটুরা সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে কী কারণে তারা বিষপান করেছেন তা নিশ্চিত করে জানা যায়নি।
মৃতরা হলেন- সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা সরকার বাড়ি এলাকার আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার এবং তার দুই কন্যাশিশু রওজা ও নওরিন।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াজ উদ্দিন মিতুল জানান, হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে এক নারীকে আনা হয় বিষ খাওয়া অবস্থায়। তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর দুই শিশুকে আনা হয়। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। কিছুক্ষণ পর ওই নারীও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হাসপাতালের স্টাফরা জানান, স্ত্রী ও দুই শিশুকে নিয়ে স্বামী আশরাফ হাসপাতালে আসেন। তার সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন স্ত্রী তার দুই সন্তানকে বিষপান করিয়ে নিজে বিষপান করেন। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তারা বলতে পারেননি। তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর স্বামীসহ তার স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যান।
হাসপাতালে আসা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। তারা বিষপান করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।