শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১২:১৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১৩:২৮ পিএম
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন শ্রমিকরা। প্রবা ফটো
গাজীপুর সদর থানার বানিয়ারচালা (বাঘের বাজার) এলাকার এ্যাপারেলস-২১ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং বকেয়া বেতনের দাবিতে মহাসড়কের বাঘের বাজার মন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানার সামনে অবস্থান নেন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর আবদুল লতিফ বলেন, ওই কারখানার টেক্সটাইলস ও ডাইং সেকশনের শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে উৎপাদন কাজ শুরু করেন। গত ৯ নভেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মতে লিথি গ্রুপের গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিস দেন কারখানা কর্তৃপক্ষ।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, অক্টোবর মাসের বেতন না দিয়ে লিথি গ্রুপের গার্মেন্টস সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নামে মিথ্যা বানোয়াট অভিযোগ উল্লেখ করে মামলা করেছেন। আমাদের দাবি বকেয়া বেতন, নিরীহ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দিতে হবে।
শিল্প পুলিশ আরও জানায়, বুধবার সকাল ৮টায় গার্মেন্টস বিভাগের কিছু শ্রমিক লিথির পাশে প্যানটেক্স মোড় এলাকায় জমায়েত হতে থাকেন। এক পর্যায়ে তারা তাদের বকেয়া বেতন ও মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করেন। কাখানার মালিক পক্ষের সঙ্গে তাদের বকেয়া বেতন, নিরীহ শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং কারখানা খুলে দেওয়ার বিষয়ে কথা বলার আশ্বাস দিলে সোয়া এক ঘন্টা পর বেলা পৌণে ১১ টায় শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে লিথি গ্রুপের গার্মেন্টস সেকশনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।