সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪ ১২:০৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪ ১২:১৪ পিএম
সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সালথা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বরের সভাপতিত্বে ও সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন খান, অ্যাডভোকেট জাহিদুর রহমান লাভলু, যুগ্ম সাধারণ শাহিনুর রহমান, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, আবদুর রব, আটঘর ইউনিয়ন বিএনপি সভাপতি রবিউল ইসলাম, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সোনাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মজিবর রহমান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি হারুন মাতুব্বর, সদস্যসচিব মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, ফরিদুর রহমান ফরিদ, দাউদ ইব্রাহীম, হায়াত আলী, খোকন, শহিদুল, মাসুদ, লায়েক হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মাহফুজুর রহমান শুভ, উপজেলা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, রাকিব হোসেন, রাজীব হোসেন, পিয়াস মাতুব্বর, হৃদয়, শাকিল প্রমুখ। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।