চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২৩:৪৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২৩:৪৬ পিএম
ভোলার চরফ্যাশনে নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে চরফ্যাশন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে ইমন এবং বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইলিয়াসের ছেলে নেসার উদ্দিন। আহত হয়েছেন চরফ্যাশনের জনতা বাজার এলাকার আনসার আলীর ছেলে মো. সিয়াম। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার মাদরাসা ছুটিতে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের বন্ধু ইমনের বাড়িতে বেড়াতে আসেন তারা। বিকালে তিন বন্ধু মিলে মোটরসাইলে করে ঘুরতে বের হন। চরফ্যাশন বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় এলে একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে সামনে থেকে আসা একটি খড়বর্তী নসিমনের সঙ্গে সংঘর্ষ লাগে মোটরসাইলটি। এতে দুইজনের মৃত্যু হয়।
অপর আহত সিমায়কে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়।