মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪ ২১:০৪ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ২১:০৬ পিএম
হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধপথে বাংলাদেশ হতে ভারতে গমনকালে শ্রী পলাশ চন্দ্র দাস (৩০) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোরে সীমান্ত এলাকা সস্তামোড়া থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশি নাগরিক শ্রী পলাশ চন্দ্র দাস কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলালপুর এলাকার চন্ডিপুর গ্রামের বাসিন্দা অনিল চন্দ্র দাসের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বাংলাদেশি নাগরিক শ্রী পলাশ চন্দ্র দাস অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে সীমান্তবর্তী সস্তামোড়া এলাকা থেকে ধর্মঘর বিওপির টহল দল তাকে আটক করেন। এসময় তাকে তল্লাশি করে ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ৪,৪৩০ টাকা,মালদ্বীপের ১,০৩৫ রুপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ভারতের ত্রিপুরায় বেড়ানোর উদ্দেশে গমন করার সময় বিজিবির হাতে আটক হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।