খাগড়াছড়ি প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২২:০১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২২:০৭ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় নুরুল ইসলাম হৃদয় নামের এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। দণ্ডিতরা হলেনÑ দীঘিনালার বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেন। তারা সবাই পলাতক। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে আসামিরা নুরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় হৃদয়ের বাবা মো. আব্দুস ছালাম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো. আরিফ হোসেন, আমজাদ হোসেন ও শফিক মিয়াকে মামলা থেকে খালাস দেওয়া হয়।