× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনশৃঙ্খলা কমিটির সভা

কুমিল্লায় বেড়েছে খুন ও ডাকাতি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২২:০০ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২২:০৭ পিএম

কুমিল্লায় বেড়েছে খুন ও ডাকাতি

কুমিল্লায় খুন, ডাকাতি ও ধর্ষণসহ গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে। রবিবার (১০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমীরুল কায়ছার। শুরুতে বিগত আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তসমূহ ও বাস্তবায়নের অগ্রগতি উপস্থাপন করা হয়। 

তথ্যানুযায়ী কুমিল্লায় গত সেপ্টেম্বর মাসে খুনের ঘটনা ঘটেছে ১১টি। গত মাসে খুনের ঘটনা ঘটেছে ১৪টি। সেপ্টেম্বর মাসে ডাকাতির ঘটনা ঘটেছে ২টি আর গত মাসে ঘটেছে ৬টি। সেপ্টেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫টি, গত মাসে ঘটেছে ৮টি। সেপ্টেম্বর মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৪টি। আর গত মাসে ঘটেছে ৩১টি। পুলিশের ভাষ্য অনুযায়ী কুমিল্লায় সিঁদেল চুরির ঘটনাও বেড়েছে। সেপ্টেম্বর মাসে সিঁদেল চুরির ঘটনা ঘটেছে ৮টি। গত মাসে এ ঘটনা ঘটেছে ১২টি। 

রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে কুমিল্লায় খুন, ডাকাতিসহ গুরুতর অপরাধের ঘটনা বেড়েছে বলে আইনশৃঙ্খলা কমিটির সভায় অবহিত করা হয়।

সভায় কুমিল্লায় যানজট নিরসনের লক্ষ্যে আলোচনা করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক আমীরুল কায়ছার বলেন, যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন বাস টার্মিনাল স্থানান্তকরণের জন্য জমি অধিগ্রহণের কোনো প্রস্তাব জেলা প্রশাসনে পাঠায়নি। তিনি মাদকদ্রব্য বহনকারীদের না আটক করে মূলহোতাদের আটকের নির্দেশ দেন। 

কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা ছামছুল আলম, পুলিশ সুপার মো. আসফিকুজ্জামান আকতার, পিপি কাইমুল হক রিংকুসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা