চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:১৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:২৩ পিএম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবস্থান করছে এমন সন্দেহে চট্টগ্রাম নগরের হালিশহরের একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে কাদেরকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
শনিবার (১০ নভেম্বর) রাতে হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারে এই অভিযান চালায় পুলিশ। ওই সময় নুরুল হুদাকে থানায় নিয়ে যাওয়া হলেও রবিবার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, হালিশহর থানার শান্তিবাগ এলাকায় শনিবার রাতে অভিযান চালানো হয়েছে। অভিযানে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পুলিশের হেফাজতে আনা হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তেমন কোনো তথ্য না পাওয়ায় রবিবার বিকালে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যাসহ নানা অভিযোগে একাধিক হত্যা মামলা হয়েছে। এরপর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। এরই মধ্যে শনিবার (৯ নভেম্বর) মধ্যরাতে পুলিশের কাছে খবর আসে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ওবায়দুল কাদের অবস্থান করছেন। এমন সন্দেহে পুলিশ সেখানে তল্লাশি চালিয়েছে।