উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম
গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান।
কুড়িগ্রামের উলিপুরে চাঁদাবাজি মামলায় উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার ওসি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার মোখলেছুর রহমানকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোখলেছুর রহমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক। কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর) আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এমএ মতিনের ঘনিষ্ঠ সহচর তিনি।
চাঁদাবাজি মামলার বাদী সাংবাদিক মমিনুল ইসলাম। তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি। তিনি ২০১৪ সালে চাঁদাবাজির শিকার হয়েছেন দাবি করে সাবেক এমপি এমএ মতিন, উলিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু এবং ইউপি চেয়ারম্যান মোখলেছসহ ৯১ জনের নাম উল্লেখ করে গত ১০ অক্টোবর আদালতে মামলা করেন।
মমিনুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে আসামিরা আমার স্ত্রীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায় করে। এ ছাড়া আমার সঙ্গে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে নেয়। পরিবর্তিত পরিস্থিতিতে ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতে মামলা করেছি। আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলার পর আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’