× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:১৫ পিএম

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ

সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


রবিবার (১০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনতা উপস্থিত ছিল।

বক্তব্য দেন শিক্ষার্থী আল আমিন, কামরুল ইসলাম, আকরাম হোসেন, ফাহাদুল ইসলাম ও আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণকারী শ্যামল খানের ভাতিজা সাদমান খান প্রমুখ। তারা বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালিয়েছে। আবু সাঈদ, মুগ্ধসহ অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ছাত্র-জনতার বিজয় হয়েছে। দেশ ভালোভাবে চলছে। সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে দেশের মানুষ এর সঠিক জবাব দেবে। ছাত্রলীগের মতো আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠের নিষিদ্ধের দাবি জানাচ্ছি।  


বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দোসর টাঙ্গাইলের শ্যামল খানসহ যারা সুইজারল্যান্ডে আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন, তাদের শাস্তি দাবি করছি। আপনাদের সাহস থাকে তো দেশে আসেন। দেশের ছাত্র-জনতা আপনাদের সঠিক জবাব দেবে।

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরে। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত কয়েকজন অসৌজন্যমূলক আচরণ করে।


সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। শ্যামল খানের বাসা টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুর টাকুরপাড়া এলাকায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা