শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২১:০০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:০৪ পিএম
গাজীপুরের মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকায় একটি কারখানায় কাজ করার সময় মেশিন দুর্ঘটনায় নয়ন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১০ নভেম্বর) ভোরে জায়ান্ট টেক্সটাইল লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নয়ন মিয়া ময়মনসিংহ সদর উপজেলার চর বড়বিলা (চরঈশ্বরদিয়া) গ্রামের আবুল কাশেমের ছেলে। সে মেম্বারবাড়ী (বানিয়ারচালা) এলাকার ভাড়া থেকে ওই কারখানায় সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করতেন।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক সোহেল রানা জানান, নয়ন রাতের শিফটে কাজ করছিল। টিফিন বিরতির সময় অন্যরা চলে গেলেও সে ওয়াশিং মেশিনে গার্মেন্টস শুকানোর জন্য মেশিনে দিচ্ছিল। টিফিন বিরতির পর অন্য অপারেটররা এসে তাকে না পেয়ে খুঁজতে থাকে। পরে মেশিন থেকে গার্মেন্টস বের করার সময় তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মেশিনে গার্মেন্টস দেওয়ার সময় সেও পড়ে গেলে পেঁচিয়ে মৃত্যু হয়।
নিহতের মা রহিমা বেগম বলেন, আমার ছেলে কারখানার ওয়াশ সেকশনে সহকারী অপারেটর (হেলপার) পদে চাকরি করত। রাতে দুর্ঘটনার শিকার হলেও কারখানা কর্তৃপক্ষ না জানিয়ে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করে।