যৌন নিপীড়নের অভিযোগ
পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:৫৩ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২১:১০ পিএম
খুলনার পাইকগাছায় যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষকের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা। রবিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের মানিকতলা কে আর আর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অভিযুক্ত মিলন কুমার রায় বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক।
স্থানীয় ইয়াসিন হাজরার সভাপতিত্বে এবং কবির গাজীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সহকারী শিক্ষক খান জিনারুল ইসলাম, আশরাফ মোড়ল, রমেশ কুমার মুনি, মনিরুজ্জামান গাজী, শিক্ষার্থী ফাইমা খাতুন, তুহিন গোলদার, তৈয়েবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষক মিলন কুমার রায় সম্প্রতি নবম শ্রেণির এক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুরুচিপূর্ণ কথা বলেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ৪ নভেম্বর তার শাস্তি ও বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি সভাপতির কাছে লিখিত আবেদন করা হয়। মিলন কুমার একজন চরিত্রহীন শিক্ষক। তার বিরুদ্ধে ১৯৯৬, ২০০৮, ২০১৩ সালে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। সাত দিনের মধ্যে তাকে বহিষ্কার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অভিযুক্ত শিক্ষক মিলন কুমার রায়ের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, ‘অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’