× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শহীদের রক্ত রঞ্জিত জমিতে ফ্যাসিবাদের দোসরদের দাঁড়াতে দেওয়া হবে না’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৫২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র নিয়ে হামলাকারীরা আবার ফিরতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি করেছেন চট্টগ্রামের সমন্বয়কেরা। সমন্বয়করা বলেন, জুলাইয়ের হত্যাকারী মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আবার ফিরতে চায় তাহলে সে মাথা আমরা দুমড়েমুচড়ে ভেঙে দেব। মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে কঠোর হস্তে দমন করব। 

রবিবার (১০ নভেম্বর) বিকালে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি করেন। এর আগে দুপুরে নগরীর চকবাজার প্যারেড কর্নারে গণজমায়েতের আয়োজন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চকবাজার, জামালখান, আন্দরকিল্লাহ, কোতোয়ালী হয়ে নিউমার্কেট গিয়ে শেষে হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রামের সমন্বয়ক রিজাউর রহমান প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্ত দিয়ে ফ্যাসিবাদ শক্তিকে পরাজিত করা হয়েছে। শহীদের রক্ত রঞ্জিত জমিতে ফ্যাসিবাদের দোসরদের দাঁড়াতে দেওয়া হবে না। তারা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে আমরা আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে কঠোর হস্তে দমন করব। পতিত শক্তির সঙ্গে কোনো আপোষ নেই। এই অপশক্তিকে রুখে দিতে হবে। পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে দুমড়েমুচড়ে ভেঙে দেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, আজকে তারা রাজপথ দখলে নেবে বলেছিল। কিন্তু তাদের রাজপথে খুজে পাওয়া যায়নি। এই স্বৈরাচারের দোসরদের জায়গা বাংলার মাটিতে আর হবে না। আমরা এখনো রাজপথ ছাড়িনি। রাজপথে থেকে এসব ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। 

তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের দোসরের বাংলার মাটিতে এখনো ঘুরে বেড়াচ্ছে। দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। যদি আইনশৃঙ্খলাবাহিনী তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তাহলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন ছাত্ররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা