× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনের জন্য বড় হুমকি পলিথিন ও প্লাস্টিক

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

সুন্দরবনের জন্য বড় হুমকি পলিথিন ও প্লাস্টিক

সুন্দরবন আমাদের জাতীয় অর্থনীতির একটি স্তম্ভ। এখান থেকে প্রতিবছর প্রায় ৪৬০ কোটি টাকা রাজস্ব আয় করে সরকার, যা স্থানীয় জনগণের জীবিকা এবং দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখে। কিন্তু প্লাস্টিক দূষণ সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সুন্দরবনের ৫৪টি নদীতে প্রতিদিন প্রায় ৫০ টন পলিথিন ও প্লাস্টিক জমা হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। 

রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা রূপান্তর আয়োজিত সভায় এসব কথা বলেন বক্তারা। ‘প্লাস্টিক ও পলিথিন দূষণ বন্ধ করি, সুন্দরবন রক্ষা করি’Ñ এ স্লোগানকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় যুব ফোরাম গঠন বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা আরও বলেন, পরিবেশবাদী সংস্থার তথ্যমতে প্রতিবছর সুন্দরবনের প্রায় দেড় লাখ হেক্টর বনভূমি দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সুন্দরবন রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। এ প্রজন্মের তরুণরা এ সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললে সুন্দরবনের পরিবেশ সংরক্ষিত থাকবে। তারা বলেন, সুন্দরবন রক্ষায় বন বিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী, গণমাধ্যম, নৌপুলিশ, ট্যুরিস্ট ও সমাজের তরুণদের সচেতনতায় আরও আন্তরিক হয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভা উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম ইকতিয়ার উদ্দিন। এতে স্বাগত বক্তব্য দেন রূপান্তরের বাগেরহাট জেলার প্রকল্প কর্মকর্তা খন্দকার জিলানী হোসেন ও মো. গোলাম কিবরিয়া। অন্যদের মধ্যে বক্তব্য দেন মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাংবাদিক গণেশ পাল প্রমুখ। পরে মোসাদ্দেক বিল্লাহ তামিম ও কলি আক্তারকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট মোরেলগঞ্জ উপজেলা যুব ফোরাম গঠন করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা