× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণ ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:২৮ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

স্বর্ণ ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে ছুরিকাঘাত করে স্বর্ণ ব্যবসায়ী হীরা লাল দেবনাথকে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার (১০ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয় বাজুস নেতারা। জুয়েলার্স ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার, নিহত হীরার ছেলে প্রীতম দেবনাথ প্রমুখ।

বক্তারা বলেন, ঘটনার দুই দিন পার হলেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারেও সক্ষম হয়নি। ফলে স্বর্ণ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

গত শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজী দীঘির পাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হীরালাল দেবনাথকে চুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার কাজীর দীঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক ছিলেন। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মুন্নাফ বলেন, হত্যার ঘটনায় নিহতের ছেলে প্রীতম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা