মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৩৬ পিএম
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান সোহাগের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (১০ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ রেলস্টেশনে এ বিক্ষোভের আয়োজন করা হয়।
বক্তারা বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। প্রত্যেক যাত্রীর সিকিউরিটি ও সেবা নিশ্চিত করার জন্য কাজ করছি। তারপরও যারা খলিলুর রহমান সোহাগের ওপর ন্যক্কারজনক হামলা করেছে, সেই আঘাত আমাদের গায়ে লেগেছে। আমরা স্টেশনমাস্টারের ওপর এই হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় সম্পৃক্তদের গ্রেপ্তার করা না হলে কর্মসূচি দিতে বাধ্য হব।
গত ২ নভেম্বর বেলা ১১টার দিকে স্টেশনে প্রবেশ করে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। এ ট্রেনে চরে ভৈরব থেকে কিশোরগঞ্জ আসেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার খলিলুর রহমানের স্ত্রী উম্মুল সায়েকা দিতি। তাকে ট্রেনের কামরা থেকে নামাতে যান কর্তব্যরত স্টেশনমাস্টার খলিলুর রহমান। এ সময় কিছু বুঝে ওঠার আগেই অজ্ঞাতনামা সাত থেকে আট যুবক তার ওপর অতর্কিত হামলা চালান।