দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:২২ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৩৪ পিএম
সভাপতি লুকাশ সরেন ও সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী।
দিনাজপুরে নির্বাচনের মাধ্যমে ২৫ বছর পর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি গঠন হয়েছে। এতে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (৯ নভেম্বর) দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে লুকাশ সরেন ও সাধারণ সম্পাদক পদে নাথালিউস মারান্ডী নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনির হোসেন। তিনি বলেন, আদিবাসীরা আগের চেয়ে অনেক উন্নত, তারা নিজেদের নিয়ে চিন্তা করতে শিখেছে, দেশকে নিয়ে চিন্তা করতে শিখেছে। এই নির্বাচন তারই একটি দৃষ্টান্ত, নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে।
নির্বাচনের ফলাফল ও নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সান্দ্রিনা মূর্মূসহ কয়েকজন আদিবাসী বলেন, ‘এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, কেননা ২৫ বছর পর আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পেরেছি।’
সভাপতি লুকাশ সরেন ও সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী বলেন, ‘এই নির্বাচন আমাদের সকলের সমষ্টিগত প্রচেষ্টার ফল। নির্বাচনে জয়-পরাজয় থাকলেও, মূল লক্ষ্য সমাজের উন্নয়ন। তাই আমরা পরাজিত প্রার্থীদেরও এই যাত্রায় অংশগ্রহণের আহ্বান জানাই।’