× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদী শক্তিকে জাতি আর গ্রহণ করবে না : জামায়াত সেক্রেটারি

খুলনা অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ২০:১৬ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:৩২ পিএম

ফ্যাসিবাদী শক্তিকে জাতি আর গ্রহণ করবে না : জামায়াত সেক্রেটারি

‘শেখ হাসিনা পালিয়ে গিয়েও বিদেশে বসে নানা ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। কিন্তু জনগণের উত্তাল ক্ষোভের মুখে যারা পালিয়েছে পতিত সেই ফ্যাসিবাদী শক্তিকে এই জাতি আর কখনও গ্রহণ করবে না। আমরা ৫ আগস্টের চেতনায় জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অপশক্তিকে মোকাবিলা করব।’ 

রবিবার (১০ নভেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, দেশ-বিদেশ থেকে একটি চক্র বলার চেষ্টা করেছে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয়। পুজোর সময় অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত ছিল। কিন্তু সফল হতে পারেনি।’ তিনি বলেন, পালিয়ে যাওয়ার পর অডিও-ভিডিও প্রকাশ করে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। নূর হোসেন দিবসকে কেন্দ্র করে সারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন। যতই দেশের বাইরে থেকে চক্রান্ত করা হোক, বাংলাদেশের মানুষ কখনও আর তাদের গ্রহণ করবে না। 

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি গঠিত হয়েছে। কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আগে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু স্থানে সংস্কার প্রয়োজন। বিচার বিভাগ, শাসন বিভাগ, সংবিধান ও প্রশাসনের মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু র্নিবাচন, গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

সভায় খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা আমির মাওলানা এমরান হসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত খুলনা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য ক্লাবের উন্নয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিন লাখ টাকা হস্তান্তর করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা