যশোর প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৯:৫০ পিএম
যশোরের দুঃখ ভবদহ। যশোরসহ তিনটি জেলার ৩২টি বিলের পানি জমে বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা থাকে ভবদহে। বিগত সরকারের আমলে ভবদহের পানি নিষ্কাশনের নানা উদ্যোগ গ্রহণ করা হলে সফলতা মেলেনি। দুঃখ ঘোচেনি ভবদহ পাড়ের প্রায় ৫ লাখ মানুষের।
সরকারের বড় বড় প্রকল্প দিয়ে দুর্নীতিবাজ প্রকল্প কর্মকর্তা, ঠিকাদার ও রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকা লুটপাট করেছে। সংবাদমাধ্যমে অবগত হয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রবিববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে পানি নিষ্কাশনের প্রধান পথ জেলার অভয়নগরের আমডাঙা খাল পরিদর্শন করেছেন।
খাল এলাকায় ভুক্তভোগী মানুষের ভোগান্তির কথা শোনেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতার নানা বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধান করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ভবদহের জলাবদ্ধতা এ অঞ্চলের মানুষের এখন জাতীয় সমস্যা। তাই সবার আগে এ অঞ্চলের পাঁচ লাখ মানুষের ভোগান্তির সমাধান করা প্রয়োজন। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হবে। তারপর এ অঞ্চলের মানুষের জন্য জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য যা কিছু করার দরকার তাই করা হবে।
এর আগে ৬ অক্টোবরে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যশোর নেতৃবৃন্দের উদ্যোগে যশোর কালেক্টরেট চত্বরে অবস্থান কর্মসূচি চলাকালে ফোনালাপে পানি সম্পদ উপদেষ্টা ভবদহ অঞ্চল পরিদর্শনে যাওয়ার কথা বলেছিলেন।
ভবদহ পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অভয়নগর উপজেলা কর্মকর্তা ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালি, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সংগ্রাম কমিটির অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ, তসলিম উর রহমানসহ ভবদহ আন্দোলন সংগ্রামের নেতৃবৃন্দ ও ভবদহ এলাকাবাসী।