× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ব্যসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ২০:০৮ পিএম

গাজীপুরে ব্যসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুর হযরত আলী নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর ভারারুল বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হযরত আলী মহানগরীর ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে।

নিহতদের ভাতিজা জুনায়েদ হোসেন বলেন, ‘আমার চাচা একজন ব্যবসায়ী। তিনি বাড়ির পাশেই মুদি দোকানে ব্যবসা করেন নিজের জায়গায়। নিজের জমিতে স্থাপনা করতে চাইলে দুমাস আগে স্থানীয় পাতি নেতা মাসুদ ও তার গংরা চাঁদা দাবি করে। এটি আমার চাচা দিতে অস্বীকার করেন। কাজ শুরু করলে মাসুদ দেওয়ান, আলীমসহ ৫-৬ এসে মিস্ত্রিকে মারধর করে। এ ঘটনায় আমার চাচা থানায় তাদের নামে অভিযোগ দেয়। এরপর থেকে তারা চাচাকে কাফনের কাপড় কিনে রাখতে বলে (যা ফোনে রেকডিং রয়েছে)।’

তিনি বলেন, ‘রবিবার বিকালে চাচা দোকানে বসা ছিল। এমন সময় মাসুদ তার দলবল নিয়ে চাচার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। তাকে চাকু দিয়ে আঘাত করলে ফুসফুসে আঘাত লেগে দোকানের মধ্যেই মারা যায়। চাচার লাশ পুলিশ মর্গে নিয়ে গেছে। আমরা মামলা করার জন্য থানায় যাচ্ছি।’

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা