খানসামা (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৬:০২ পিএম
দিনাজপুরের খানসামার টংগুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক শতীশ চন্দ্র রায়ের স্থলে দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান।
রবিবার (১০ নভেম্বর) সকালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এ সময় স্কুলের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীরা দাবি উপস্থাপনা করেন।
উল্লেখ্য স্কুলের জমি হাতিয়ে বাড়ি নির্মাণ ও আর্থিক অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গত ২৭ আগস্ট স্থানীয়দের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির তদন্তে স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও বিদ্যালয়ের স্বার্থ পরিপন্থী অপরাধ প্রমাণিত হওয়ায় ঐ স্কুলের প্রধান শিক্ষক শতীশ চন্দ্র রায়কে গত ৮ নভেম্বর তিরস্কারসহ চাকুরী থেকে বরখাস্ত করা হয়। সেই সঙ্গে জেষ্ঠ্য শিক্ষক আমিনুল ইসলাম দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে মো. আনিছুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে প্রতিদিনের বাংলাদেশের মুঠোফোনে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. তাজ উদ্দিন ।
দায়িত্ব প্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, উদ্ভুত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছি। স্কুলের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে আমার সাধ্যমত চেষ্টা থাকবে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করছি।
বরখাস্ত হওয়া এই প্রধান শিক্ষক শতীশ চন্দ্র রায়ের জমি দখল ও অনিয়ম নিয়ে প্রতিদিনের বাংলাদেশের অনলাইনে ‘স্কুলের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে’ এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।