প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৪:৪০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কর্মসূচির কথা বলা হয়েছিল। কর্মসূচি ঘিরে ময়মনসিংহ অঞ্চল থেকে গতকাল শনিবার বেশকিছু নেতাকর্মী ঢাকায় এসেছেন।
রবিবার (১০ নভেম্বর) সকালেও অল্প কিছু নেতাকর্মীর ঢাকা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাদে বিপত্তি। এ রোডে পোশাক শ্রমিকদের বেতনের জন্য আন্দোলন ও বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঢাকামুখি যেতে বাধার সৃষ্টি করতে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার উদ্দেশে ত্রিশাল থেকে গাড়িতে উঠেন হাসিবুল ইসলাম। আজ রবিবার সকাল ৮টায় তিনি পৌঁছান টঙ্গী। অন্যদিকে আজ ভোর ৬টায় ঢাকার উদ্দেশ্যে ত্রিশাল থেকে বাসে উঠেন আব্দুর রাজ্জাক। ভালুকা পর্যন্ত যাওয়ার পর গাড়ি থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে সিএনজি করে তিনি গাজীপুরের শ্রীপুরে নিজ কর্মস্থলে পৌঁছান তিনি। মোবাইলে হাসিবুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তারা রাস্তায় ভোগান্তির কথা জানান।
সকাল থেকেই ত্রিশাল বাস-স্টেশনের পাশে নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন আবু নোমান।
তিনি বলেন, ত্রিশাল ও ময়মনসিংহের আওয়ামী লীগের বেশকিছু নেতা-কর্মীকে ঢাকায় যেতে দেখা গেছে। তবে আজ সকাল থেকে এরোডে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত হাতেগোনা কয়েকটি বাস চলতে দেখা গেছে।
সিএনজি চালক মুসা মিয়া বলেন, ত্রিশাল থেকে দূরপাল্লার গাড়ির যাতায়াত কম। মানুষ জরুরি প্রয়োজনে সিএনজি, অটোরিকশা দিয়ে যাতায়াত করছেন।
এদিকে ময়মনসিংহ শহরের নাজমুল ইসলাম মোবাইলে জানান, গতকাল রাতে ময়মনসিংহ অঞ্চলের অনেক নেতাকর্মীকে ঢাকায় যাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব থাকতে দেখা গেছে। তবে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত কোন রাজনৈতিক দলের কর্মসূচি পালন করতে দেখা যায়নি। অল্পকিছু সংখ্যাক লোক হয়তো ঢাকায় কর্মসূচি পালন করতে গেছে।
এদিকে দুপুর পর্যন্ত ভালুকার রাস্তায় বেরিকেড দিয়ে রেখেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাতে করে ঢাকামুখি কোন দূরপাল্লার বাস চলাচল করতে পারছে না বলে জানান স্থানীয় বাসিন্দা ফাহাদ হোসেন।
উল্লেখ্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। তার দেশ ছাড়ার পর ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু জাদুঘরে শোক দিবস পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। সেই কর্মসূচির প্রায় তিন মাস পরে ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।