গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১১:২৭ এএম
পোশাকশ্রমিকদের অবরধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রবা ফটো
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় আজও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাককারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে টঙ্গী থেকে হোতাপাড়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবারও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ করেন তারা।
অবরোধের কারণে টঙ্গীর কলেজ গেট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকেই পায়ে হেঁটে ও বিকল্প রাস্তা ব্যবহার করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।
এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিশিয়াল ফেসবুক পেইজে বিকল্প সড়ক ব্যবহারে অনুরোধে করে একটি ট্রাফিক আপডেট দেওয়া হয়েছে। ওই আপডেটে বলা হয়েছে, সম্মানিত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী যাত্রীবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বকেয়া বেতন-ভাতার দাবিতে গার্মেন্টসের শ্রমিকগণ কর্তৃক ভোগড়া বাইপাস ও মালেকের বাড়ীর মাঝামাঝি কলম্বিয়া গার্মেন্টসের সামনে গতকাল সকালে শুরু করা মহাসড়ক অবরোধ এখন পর্যন্ত (সকাল ৭টা) অব্যাহত আছে। বিধায়, সম্মানিত যাত্রীগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে লাঠিসোটা হাতে কিছু বহিরাগত যোগ দিয়েছে। শ্রমিকদের অবরোধের জায়গার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়া যানবাহনের মধ্যে বেশিরভাগই অন্য পরিবহন ও জাতীয় পরিবহনের গাড়ি। এসব গাড়ি গত রাতে ঘুমের উদ্দেশ্যে যাত্রা করে যানজটে আটকা পড়ায় আর কোন দিকে যেতে পারেনি। আটকে পড়া পন্যবাহী যানবাহনের মধ্যে পচনশীল পণ্য রয়েছে। যাত্রীবাহী অনেকবাস থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছার চেষ্টা করেছে ফলে অনেক যানবাহন যাত্রী শূণ্য অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, মহানগরীর মালেকের বাড়ি এলাকায় অবস্থিত টি এন জেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। শ্রমিকেরা তিন মাস ধরেই বেতন দাবি করলেও কর্তৃপক্ষ বলে কালক্ষেপণ করছে। ২৮ অক্টোবর শ্রমিকেরা আন্দোলন করলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। তখন পুলিশ জানায়, নভেম্বরের ৩ তারিখ বেতন পরিশোধ করা হবে। সেই দিন শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর ৫ নভেম্বর আবার শ্রমিকেরা বিক্ষোভ করলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এ বিষয়ে সমাধান করার আশ্বাস দিলে তারা ফিরে যান। তবে মাসের ৯ তারিখ হয়ে গেলেও শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। তা ছাড়া কারখানা বেশ কিছুদিন ধরে বন্ধ আছে। এসব কারণে শনিবার সকালে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা।
শ্রমিকরা বলছেন, আমরা বেতন পাই এটা আমাদের নায্য দাবি। গতকাল হতেই আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। বেতন না নওয়ে বাসায় ফিরবো না। আমাদের ঘরভাড়া বাকি, দোকানে বাকি। বেতন না পেলে আমরা কোনভাবেই চলতে পারছি না। আইনশৃঙ্খলা বাহিনী লর সদস্যরাও তেমন গুরুত্ব দিচ্ছে না আমাদের এ দাবিতে। মালিক কোথায় রয়েছে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের বপতন দরকার।
টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেড কারখানাটি তালাবদ্ধ রয়েছে। এবিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম হোসেন বলেন, তিন মাসের বেতনের দাবিতে শ্রমিকরা আজও মহাসড়ক অবরোধ করে রেখেছে। তাদেরকে শনিবার থেকে বুঝানোর চেষ্টা চলছে, তারা কথা শুনছে না। এতে মহাসড়কে। যানজটের সৃষ্টি হয়েছে।