রাজশাহী অফিস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২২:৫১ পিএম
ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রুনু। ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে পালাতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত ২ নভেম্বর তাকে আটক করা হয়। তবে বিষয়টি ভারতীয় গণমাধ্যমে শনিবার (৯ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম বাংলাবাজার অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর হাত থেকে ‘বাঁচতে’ এ রাজ্যে ঢুকেছিলেন, জেলার পুলিশের কাছে এমনটাই দাবি অনুপ্রবেশের অভিযোগে ধৃত বাংলাদেশের আওয়ামী লীগের এক যুবনেতার। ২ নভেম্বর মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মধ্যে বাংলাদেশ সীমান্তে বিএসএফ তাকে আটক করে।
জানা গেছে, ধৃত ফয়সাল আহমেদের রুনুর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পাবা উপজেলার নওহাটায় পৌর এলাকায়।