× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি

অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ায় খুন হয় রুবেল

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২১:১৭ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২২:১৪ পিএম

অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ায় খুন হয় রুবেল

মানিকগঞ্জের সিঙ্গাইরে চাঞ্চল্যকর যুবক রুবেল হত্যার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বিয়ে বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়া এবং গোপন ছবি দিয়ে ব্ল্যাকমেল করে অনৈতিক কাজের প্রস্তাব দেওয়ায় খুন হয় রুবেল মিয়া।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মো. বিজয় ও মো. আল আমিনের স্ত্রী মোছা. শ্রাবণী আক্তার। গত শুক্রবার উপজেলার ফোর্ডনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত রুবেল ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে, তিনি দুই সন্তানের জনক।

র‌্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা ও ভিকটিম প্রতিবেশী। শ্রাবণী আক্তার সম্পর্কে ভিকটিমের প্রতিবেশী ভাতিজি। আসামি বিজয়ের সাথে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে যুবক রুবেল ঘটনার ৫ দিন পূর্বে বিজয়কে ওই ব্যাপারে জিজ্ঞাসা করে এবং ব্যবহৃত মোবাইল হেফাজতে নিয়ে কৌশলে স্পর্শকাতর ছবি নিজের ব্যক্তিগত মোবাইলে নিয়ে অবৈধ সম্পর্ক থেকে সরে আসতে বলে। সরে না এলে তাকে দেখে নেওয়ার হুমকিও দেয় নিহত রুবেল। পরে শ্রাবণী আক্তারকে একা পেয়ে স্পর্শকাতর ছবির কথা উল্লেখ করে অনৈতিক সম্পর্কের জন্য প্রস্তাব দেয় রুবেল। প্রস্তাবে রাজি না হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। 

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার পরিকল্পনা করে আসামিরা। গত ৬ নভেম্বর রাত ১টার দিকে মোবাইলের মাধ্যমে প্রস্তাবে রাজি থাকার কথা বলে রুবেলকে ফোর্ডনগর সাকিনস্থ আক্তার ডেইরি ফার্মসংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলে শ্রাবণী। দেখা করে প্রথমে তারা কথাবার্তা বলতে থাকে। কিন্তু পূর্বপরিকল্পনা মতো ওত পেতে থাকা আসামি বিজয় ভিকটিমের মাথার পেছনে ইট দিয়ে আঘাত করলে রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। এরপর শ্রাবণী ভিকটিমের পা চেপে ধরে, আসামি বিজয় তার সঙ্গে থাকা কাপড় কাটার বড় কেঁচি দিয়ে মাথায় ও গলায় উপর্যুপুরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর রুবেলের লাশ ও আলামত নদীর মধ্যে ফেলে তারা পালিয়ে যায়। রুবেল নিখোঁজের দুই দিন পর গত শুক্রবার সকালে ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। আসামিদের সিঙ্গাইর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিঙ্গাইর থানার ওসি জাহিদুর ইসলাম জাহাঙ্গীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা